দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: কালো
রঙের পোশাকে আপনাকে সুন্দর মানায়। কাঁচের জিনিসপত্র নাড়াচাড়ার সময় সাবধান। এতদিন ধরে
যে পরিচালক আপনার প্রিয় ছিল, তার নতুন কাজটা ভাল লাগেনি বলে তাকে ফালতু বলবেন না। বিশ্বস্ত
যারা আছেন আপনার জীবনে তাদের সন্দেহ হচ্ছে? আপনার নিজস্ব উপায়ে পরীক্ষা করে নিন। সন্দেহে
বাঁচার সময় নেই। শুভ সংখ্যাঃ ৭৫। শুভ রং: নীল
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: একদম চকচকে ফ্লোর পেয়ে স্টাইলিশ ভঙ্গিতে হাঁটছেন। হাঁটছেন, মানুষের সাথে আলাপ
হচ্ছে। তাদের ভাল লাগছে আপনার। আপনি দেখতে পাচ্ছেন আপনার আশপাশ ভর্তি এমন সব মানুষ
দিয়ে যাদের সান্নিধ্যে থাকতে চান আপনি। চকচকে ফ্লোর! ধপাস করে পড়ে গেলেন! আপনার মনে
হচ্ছে আপনি সমাজচ্যুত হবেন। সবাই কিভাবে যেন তাকাচ্ছে! কেউ হাত বাটানোর আগেই উঠে দাঁড়ানোর
চেষ্টা করুন। আর বাসায় গিয়ে ফ্লোরে বেশি করে পাউডার ঢেলে দৌড়াদৌড়ি করুন। পরের বার চকচকে
ফ্লোরে ধপাস করে পড়ার তো ইচ্ছে নেই তাই না? শুভ সংখ্যাঃ ৫। শুভ রং: কালচে ধূসর।
মিথুন [২১
মে-২০ জুন]: বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আজ শুক্রবার। শুক্রবারের সঙ্গে শুক্র
গ্রহের কি সম্পর্ক জানেন? একটূ ঘেঁটে দেখতে পারেন সময় পেলে আজকে। আচ্ছা দাঁড়ান, আপনি
বলছেন ফ্রাইডের সঙ্গে ফ্রাই এর কি সম্পর্ক? সেটা আমি বলার আগেই আপনি খুঁজে বের করুন।
শুভ সংখ্যাঃ ৪। শুভ রং: ধূসর সবুজ।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: আপনি সেই দলের লোক যারা স্টেডিয়ামে
ঢুকেই শুনলো সবাই ‘ভুয়া! ভুয়া!’ স্লোগান দিচ্ছে আর আপনিও স্কোরবোর্ডের দিকে না তাকিয়েই
গলা মেলানো শুরু করলেন? ও আপনি খেলার শুরু থেকেই আছেন স্টেডিয়ামে? দুঃখিত! আমি বুঝি
নি। কত রান করল আপনার প্রিয় দল? ও আপনি ক্রিকেট স্টেডিয়ামে নেই? কি দেখছেন বললেন? হকি?
স্যরি রং নাম্বার। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রং: ছাইরং।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: আজকে ফোনে ব্যালেন্স রাখুন পর্যাপ্ত। জীবনে আর কিছুতে ব্যালেন্স থাকুক
আর না থাকুক, এটা জরুরি হতে পারে আজকে। শুভ সংখ্যাঃ ১৯০-১৯৯। শুভ রং: গোলাপি।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: আপনার বিরাট একদল ভক্ত আপনার বদনাম করার জন্য আপনি কখন মুখ ফসকে
কি বলবেন সেটার অপেক্ষায় মনোযোগ দিয়ে কথা শুনছে। তারা কিন্তু আপনার ভক্তই বটে। কিন্তু
ঐ বদনাম বেঁচে দিন চলে তাদের। তাদের জন্য মুখটা একটু না বেশি করে ফসকাতে পারেন। দিনটা
ভাল চলবে কয়েকদিন তাদের। আপনার ক্ষতি হবে না ভয় করবেন না। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রং:
৬।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: প্যান্ডেল ভাঙা আনন্দের ভীড়ে একদল লোক শুধু শুধু আহত হয় আর
আপনি বারবার সে দলে পড়ে যান কেন বলুন তো? শুভ সংখ্যাঃ ৯। শুভ রং: হলুদ।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আজ হিসাবে গরমিল হতে পারে। বিশ্বস্ত বন্ধু বিশ্বস্ততার পরিচয়
দিতে আপনার জন্য ২৪/৭ তৈরি হয়ে বসে নাও থাকতে পারে। ঠান্ডা একগ্লাস কোলা খান! আপনার
বন্ধু সে মানুষ তার আলাদা জীবন রয়েছে। আপনার কেনা দাস ও যখন বাথরুম করবে তখন কেউ আপনার
গলায় ছুরি চালাতে আসলে ওই অবস্থায় তার আসতে আসতে আপনার কল্লা নাই হয়ে যাবে। তাই ভাই,
একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যাঃ ৭। শুভ রং: কালচে ধূসর।
ধনু [২২ নভেম্বর-২০
ডিসেম্বর]: ব্যাংক ব্যালেন্স কত? ফোনে ব্যালেন্স? যে সাঁকো পার হচ্ছেন প্রতিদিন……স্যরি
মাফ করবেন, ওখানে তো ব্রিজ বানানো হয়ে গেছে। কি আনন্দ কি আনন্দ! শুভ সংখ্যাঃ ৫৫। শুভ
রং: এক হাজার টাকার নোটের কালার।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: চুলের যত্ন নিতে হবে। প্রিয় কিছু পোশাক আশাক পড়ে আছে যেগুলো হালকা সেলাই-টালাই
করে নিতে হবে বা বোতাম লাগাতে হবে। আজকে সময় পেলে সেরে নিন সব কাজ। শুভ সংখ্যাঃ ৩।
শুভ রং: সবুজ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: আজ আপনার চিন্তা
করতে হবে না। আজকে চিন্তামুক্ত থেকে বিশুদ্ধ বাতাসে গিয়ে প্রাণভরে নিঃশ্বাস নিন। শুভ
সংখ্যাঃ ০। শুভ রং: কালো।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: চিন্তাভাবনায়র কোন দিকটায় পরিবর্তন আনা যেতে পারে বলুন তো? নাকি জীবনটা দারুণ
যাচ্ছে তাই কোন পরিবর্তনের দরকার নেই। এটাই! এটাই আপনার সমস্যা! এভাবে চিন্তা করার
ধরণটাই বদলে ফেলতে পারেন। সবসময় পরিবর্তনের দরকার আছে। শুভ সংখ্যাঃ ২+২= ৪। শুভ রং:
লাল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh